Header Ads

Header ADS

Sodium

সোডিয়াম একটি মৌলিক পদার্থ। কাপড় কাচার সোডা এবং খাওয়ার লবণে সোডিয়াম আছে। সোডিয়াম একটি ক্ষারীয় ধাতু হিসাবে পরিগণিত। সোডিয়ামের প্রতীক Na এবং পারমাণবিক সংখ্যা ১১।
প্রমাণ তাপমাত্রা ও চাপে সোডিয়াম একটি উজ্জ্বল রূপালী বর্ণের নরম সাদা ধাতু। এটা এতো নরম যে সাধারণ ছুরি দিয়ে একে কাটা যায়।
সোডিয়াম বা এর যেকোনো যৌগ উত্তপ্ত অগ্নিশিখায় হলুদ রং ধারণ করে। যেকোনো অজানা নমুনায় সোডিয়ামের উপস্থিতি এভাবে প্রমাণিত হয়।
শুষ্ক বাতাসে সোডিয়াম পোড়ালে প্রধানত সোডিয়াম পার অক্সাইড (Na2O2) উৎপন্ন হয়। একইসাথে কিছু পরিমাণ সোডিয়াম অক্সাইডও (Na2O) উৎপন্ন হয়। সোডিয়ামের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুবই বেশি। একটি ইলেকট্রন ত্যাগ করে এটি Na+ আয়নে পরিণত হয়।

শ্রেণী: ১,
পর্যায়: পর্যায় ৩,
ব্লক: s-ব্লক

No comments

Powered by Blogger.