Header Ads

Header ADS

অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া-

অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া-

H2 সংযোজন: Pt, Pd বা Ni প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইনের সঙ্গে 1500-1800C তাপমাত্রায় হাইড্রোজেন যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন ও শেষে অ্যালকেন উৎপন্ন হয়।
CH3CCH+H21800CNiCH3CH=CH2+H21800CNiCH3CH2CH3

ইথাইন থেকে ইথিন উৎপাদন- 

     কক্ষ তাপমাত্রায় Pd BaSO4 এর উপস্থিতিতে ইথাইন ও H2 -এর বিক্রিয়ায় ইথিন উৎপন্ন হয়। এক্ষেত্রে BaSO4 প্রভাবক বিষরূপে Pd -এর প্রভাবন ক্ষমতা হ্রাস করে তাই উৎপন্ন ইথাইন H2 -এর সাথে বিক্রিয়া করে ইথিনে পরিণত হতে পারে না।
CH2CH2+H2BaSO4PdH2C=CH2

HX সংযোজন: অ্যালকাইনের সঙ্গে HX উত্তপ্ত অবস্থায় সংযোজিত হয়ে প্রথমে অপ্রতিসম মনো হ্যালোজেন জাতক এবং পরে মার্কনিকভ নিয়ম অনুসারে gem ডাই -হ্যালাইড উৎপন্ন করে।
RCCR+HXRCH=CRXHXRCH2CRX2

     যেমন: 2000-2500C তাপমাত্রায় HgCl­2 এর উপস্থিতিতে ইথাইন শুষ্ক HCl এর সাথে বিক্রিয়া করে প্রথমে ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে পরে ভিনাইল ক্লোরাইড অতিরিক্ত HCl এর সাথে বিক্রিয়া করে ১, ১-ডাইক্লোরোইথেন উৎপন্ন করে।
CHCH+HCl(g)2500CHgCl2CH2=CHCl
 
CH2=CHCl+HCl(g)CH2=CHCl




X2 সংযোজন: সাধারণ তাপমাত্রায় হ্যালোজেন অ্যালকাইনের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে ডাই-হ্যালাইড ও পরে টেট্রাহ্যালাইড উৎপন্ন করে।


যেমন: ইথাইনের সাথে Br2
এর বিক্রিয়ায় প্রথমে ১, ২-ডাইব্রোমো ইথিন এবং পরে ১,১,২,২- টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হয়।


এ বিক্রিয়ায় Br2
 -এর লাল বর্ণ দুরীভূত হয় বলে এ বিক্রিয়ার সাহায্যে অ্যালকাইনের অসম্পৃক্ততা বা π -বন্ধনের উপস্থিতি নির্ণয় করা যায়।

HOX সংযোজন:  হাইপোহ্যালাস এসিড অ্যালকিনের সাথে দুধাপে বিক্রিয়া করে প্রথম ধাপে enol এবং দ্বিতীয় ধাপে ডাইহ্যালো কিটোন উৎপন্ন করে।


যেমন: ইথাইন হাইপো ক্লোরাস এসিড (HOCl) -এর সাথে বিক্রিয়া করে ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে।


H2O সংযোজন: লঘু H2SO4
-এ দ্রবীভূত 2% মারকিউরিক সারফেটের উপস্থিতিতে 600-750C তাপমাত্রায় পানির সঙ্গে অ্যালকাইন যুক্ত হয়ে কার্বানাইল যৌগ গঠন করে।


যেমন: লঘু H2SO4
-এ দ্রবীভূত 2% মারকিউরিক সারফেটের উপস্থিতিতে 600-750C তাপমাত্রায় পানির সঙ্গে ইথাইন যুক্ত হয়ে কার্বানাইল যৌগ গঠন করে।


উৎপন্ন ইথান্যালকে ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে অ্যাসিটিক এসিড উৎপন্ন হয়।
2CH3CHO+O2Δ(CH3COOH)2,Mn2CH3COOH

2 comments:

  1. Accha eikhane marcuric "sarfet" lekha hoyeche(H2O সংযোজন e)...
    Oita ki sarfet I Hobe or সালফেট?!😐

    ReplyDelete
  2. সালফেট💁‍♂️

    ReplyDelete

Powered by Blogger.