অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া-
অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া-
H2 সংযোজন: Pt, Pd বা Ni প্রভাবকের
উপস্থিতিতে অ্যালকাইনের সঙ্গে 1500-1800C তাপমাত্রায় হাইড্রোজেন যুক্ত
হয়ে প্রথমে অ্যালকিন ও শেষে অ্যালকেন উৎপন্ন হয়।
ইথাইন থেকে ইথিন উৎপাদন-
কক্ষ তাপমাত্রায় Pd
ও BaSO4 – এর উপস্থিতিতে ইথাইন ও H2 -এর বিক্রিয়ায় ইথিন উৎপন্ন হয়।
এক্ষেত্রে BaSO4 –
প্রভাবক বিষরূপে Pd -এর
প্রভাবন ক্ষমতা হ্রাস করে তাই উৎপন্ন ইথাইন H2 -এর সাথে বিক্রিয়া করে ইথিনে পরিণত হতে
পারে না।
HX সংযোজন: অ্যালকাইনের সঙ্গে HX উত্তপ্ত অবস্থায় সংযোজিত হয়ে প্রথমে
অপ্রতিসম মনো হ্যালোজেন জাতক এবং পরে মার্কনিকভ নিয়ম অনুসারে gem ডাই -হ্যালাইড উৎপন্ন করে।
যেমন: 2000-2500C তাপমাত্রায় HgCl2 এর উপস্থিতিতে ইথাইন শুষ্ক HCl এর সাথে বিক্রিয়া করে প্রথমে ভিনাইল
ক্লোরাইড উৎপন্ন করে পরে ভিনাইল ক্লোরাইড অতিরিক্ত HCl এর সাথে বিক্রিয়া করে ১,
১-ডাইক্লোরোইথেন উৎপন্ন করে।
X2 সংযোজন: সাধারণ তাপমাত্রায়
হ্যালোজেন অ্যালকাইনের
সঙ্গে বিক্রিয়া করে প্রথমে ডাই-হ্যালাইড ও পরে টেট্রাহ্যালাইড উৎপন্ন করে।
যেমন: ইথাইনের সাথে Br2
এর
বিক্রিয়ায় প্রথমে ১, ২-ডাইব্রোমো ইথিন এবং পরে ১,১,২,২- টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন
হয়।
এ বিক্রিয়ায় Br2
-এর লাল বর্ণ দুরীভূত হয় বলে এ বিক্রিয়ার
সাহায্যে অ্যালকাইনের অসম্পৃক্ততা বা π -বন্ধনের উপস্থিতি নির্ণয় করা যায়।
HOX সংযোজন: হাইপোহ্যালাস এসিড
অ্যালকিনের সাথে দুধাপে
বিক্রিয়া করে প্রথম ধাপে enol এবং দ্বিতীয় ধাপে ডাইহ্যালো কিটোন উৎপন্ন করে।
যেমন: ইথাইন হাইপো
ক্লোরাস এসিড (HOCl) -এর
সাথে বিক্রিয়া করে ডাইক্লোরো অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে।
H2O সংযোজন: লঘু H2SO4
-এ দ্রবীভূত 2%
মারকিউরিক সারফেটের
উপস্থিতিতে 600-750C তাপমাত্রায় পানির সঙ্গে অ্যালকাইন যুক্ত
হয়ে কার্বানাইল যৌগ গঠন করে।
যেমন: লঘু H2SO4
-এ দ্রবীভূত 2% মারকিউরিক সারফেটের উপস্থিতিতে 600-750C
তাপমাত্রায় পানির সঙ্গে ইথাইন
যুক্ত হয়ে কার্বানাইল যৌগ গঠন করে।
উৎপন্ন ইথান্যালকে ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে
অক্সিজেন দ্বারা জারিত করলে অ্যাসিটিক এসিড উৎপন্ন হয়।
Accha eikhane marcuric "sarfet" lekha hoyeche(H2O সংযোজন e)...
ReplyDeleteOita ki sarfet I Hobe or সালফেট?!😐
সালফেট💁♂️
ReplyDelete