ইথাইন ইথিনের তুলনায় অধিক অম্লধর্মী-
ইথাইন ইথিনের তুলনায় অধিক অম্লধর্মী-
−C−H
−C−H
ইথিন পরমাণুর দ্বিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি sp2
-সংকরণ দ্বারা তিনটি
সংকর অরবিটাল তৈরী করে। এসব সংকর অরবিটালে 33.3% s-চরিত্র ও 66.7% p-চরিত্র থাকে। অপরদিকে ইথাইন পরমাণুর
ত্রিবন্ধনে কার্বন পরমাণু দুটির প্রত্যেকটি sp -সংকরণ দ্বারা দুটি সংকর অরবিটাল তৈরী
করে। এসব সংকর অরবিটালে 50% s -চরিত্র
এবং 50% p -চরিত্র থাকে। অর্থাৎ
ইথিন ও ইথাইনের −C−H
বন্ধনে যথাক্রমে s- চরিত্র বৃদ্ধি পায় ও p- চরিত্র হ্রাস পায়। ফলে
বন্ধনের ইলেকট্রণ মেঘ ক্রমে কার্বন পরমাণুর দিকে
বেশি আকৃষ্ট হয় এবং প্রোটন দান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই ইথাইন ইথিনের তুলনায় অধিক
অম্লধর্মী।
অ্যালকাইন -১(−C≡C−H
) এর ১ নং কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন (H) যুক্ত থাকে বলে এরা মৃদু অম্লধর্ম
প্রকাশ করে। এর কারণ হচ্ছে ত্রিবন্ধনের sp সংকরণে s- চরিত্র বৃদ্ধি পাওয়ার ফলে
বন্ধনের ইলেকট্রণ মেঘ ক্রমে কার্বন
পরমাণুর দিকে সরে আসে এবং বন্ধনটি দূর্বল হয়ে প্রোটন দান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই
ইথাইন মৃদু অম্ল ধর্ম প্রকাশ করে এবং নিম্নোক্ত বিক্রিয়া দেয়।
Tnx
ReplyDeleteধন্যবাদ 😊
ReplyDelete